November 23, 2024, 8:21 am
আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযোদ্ধা সংগঠক ও বিশিষ্ট ক্রিড়া সংগঠক,আবাহনী ক্রিড়া চক্রের প্রতিষ্ঠাতা ’৭৫এর ১৫ আগষ্ট শহীদ হওয়া ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে ৫ আগস্ট শনিবার পালন করা হয়েছে।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল এগারোটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন, আলোচনাসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদারের সঞ্চালনায় শেখ কামালের স্মৃতিচারণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক মন্ডলীর সদস্যগন ছাড়াও ভাইস চেয়ারম্যানগন, ইউপি চেয়ারম্যানগন, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগন ছাড়াও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগনসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অপর দিকে ৫ আগস্ট শনিবার সকালে শহীদ শেখ কামালের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন।
পরে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে শহরের প্রধান প্রধান সড়কে র্যালী শেষে উপজেলা শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে ইমামা বানিন। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, এসআই তরিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারের কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহন করেন।
Leave a Reply