November 24, 2024, 2:09 am
ববি প্রতিনিধি ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অর্থনীতির স্নাতকদের জন্য ক্যারিয়ারের অন্তর্দৃষ্টি প্রকাশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় ক্যাম্পাসের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। অর্থনীতি বিভাগের চেয়ারম্যান রিফাত ফেরদাউসের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিলআফরোজ খানম। প্রধান বক্তা ছিলেন এসিডিআই/ভিওসিএ এর মনিটরিং, ইভালুয়েশন এন্ড লার্নিং টিম লিডার অপূর্ব কুমার দত্ত। অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. অপূর্ব রায়ের সঞ্চালনায় সেমিনারে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ আমন্ত্রিতরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সিজিপিএ অর্জনের জায়গা নয়। এখানে যে যে বিষয়ে পড়াশোনা করবে তাকে সে বিষয়ে ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে। আর দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক পড়াশোনা করতে হবে। দেশের কল্যাণে তাদের গবেষণা করতে হবে।
Leave a Reply