July 20, 2025, 5:09 pm

News Headline :
ট্যুরিজম রিপোর্টিং এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আকতার ফারুক শাহিন বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল আমতলীতে স্বামীর মুগুরের আঘাতে স্ত্রী নিহত ৫ আগস্টের মধ্যে নগরীতে `জুলাই স্মৃতিস্তম্ভ‘ নির্মানের নির্দেশ: বরিশাল জেলা প্রশাসক বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি’র আয়োজনে দোয়া মোনাজাত বাকেরগঞ্জের চরাদি ইউনিয়ন: ওয়ার্ড বিএনপির তিন সভাপতি প্রার্থীর কাউন্সিল ও ভোট বর্জন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের কমিটি ঘোষণা দুদকের মামলায় গ্রেফতার পিরোজপুর এলজিইডির হিসাবরক্ষকের মৃত্যু ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে-ববির অন্তর্বর্তী উপাচার্য
শেবাচিম হাসপাত‍ালের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নতুন পরিচালক

শেবাচিম হাসপাত‍ালের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নতুন পরিচালক

স্টাফ রিপোর্টার : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নয়নে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। আজ সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশালের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা চান।

তিনি বলেন, জনস্বার্থে লুকোচুরির কিছু নাই। বর্তমানে সারাদেশে সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা আছে বলেই বাংলাদেশ সেনাবাহিনী থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনার জন্য আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। তাই এই হাসপাতালের রোগীদের ভাল মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি পূরণের চেষ্টা করবে। সে লক্ষ্যে সাংবাদিকদের তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করতে হবে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার মেডিসিন সেমিনার রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান, বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ ও প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়াসহ বরিশালে কর্মরত শতাধিক সাংবাদিক।

এসময় সাংবাদিকরা বলেন, বিগত দিনে এই হাসপাতালটি উন্নয়ন ও সঠিক ব্যবস্থাপনার অভাব ছিল। এখানে আগামীতে রোগীদের সঠিক সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত জনবল নিয়োগ, পরীক্ষা নিরীক্ষার এমআরআই, কোবাল্ট ৬০ সহ নষ্ট থাকা মেশিন গুলো সচল করা ও অবকাঠামোগত উন্নয়ন এবং রোগী খাবারের মান বৃদ্ধি করার পরামর্শসহ রোগীদের দালাল ও অতিরিক্ত দর্শনার্থীদের অনুপ্রবেশের ক্ষেত্রে প্রতিরোধের দাবি জানান।

উল্লেখ্য, দক্ষিণাঞ্চলবাসী দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা অনুযায়ী গত ২৫ নভেম্বর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর এসজিপি, এসইউপি, এমবিবিএস, এমফিল, এমপিএইচ, এমডিএম। তিনি এই হাসপাতালের দায়িত্বভার গ্রহণ করেই হাসপাতালে রোগী সেবার মানবৃদ্ধির লক্ষ্যে সকল ইউনিট প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, মিড লেভেলের চিকিৎসক, বরিশালের সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন। এরই ধারাবাহিকতায় আজ সোমবার বরিশালের শতাধিক প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগ দেন। তিনি হাসপাতাল ব্যবস্থাপনায় স্নাতকোত্তর এবং এমফিল এবং দুর্যোগ ব্যবস্থাপনায় মাস্টার্স সম্পন্ন করেন। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে যোগদানের আগে তিনি ঢাকা, বগুড়া ও রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আর্মড ফোর্সেস মেডিকেল স্টোর এবং ডিপোও কমান্ড করেন। তিনি ফিল্ড মেডিকেল ইউনিট এবং বিডিআর ও বিজিবিতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৬৮ তম পরিচালক হিসেবে সদ্য যোগদানকারী ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর ১৮ টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। তিনি জাতিসংঘের দুটি মিশনেও দায়িত্ব পালন করেছেন। তার অসামান্য ক্রিয়াকলাপের জন্য তিনি সেনা গৌরব পদক এবং সেনা উৎকর্ষ পদক এ ভূষিত হয়েছেন। তিনি সেনা সদর দফতরের সামরিক সচিব শাখায়ও কাজ করেছেন। যেখানে তিনি মানবসম্পদ ব্যবস্থাপনা, বিশেষ করে আর্মি মেডিকেল কর্পস অফিসার, ডেন্টাল কর্পস অফিসার এবং নার্সিং অফিসারদের ক্যারিয়ার পরিকল্পনার উপর কাজ করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com