May 14, 2025, 5:12 pm
অনৈতিক কর্মকান্ডের অভিযোগ
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে জনতার হাতে ভোলা বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রক্তিম চন্দ্র শর্মা আটক হয়েছে। উত্তেজিত জনতা এ শিক্ষক কে জুতার মালা পড়িয়ে আজ বুধবার (১৪ মে) দুপুর দেড় টার দিকে থানা পুলিশের কাছে সোর্পদ করেন।
স্থানীয়রা জানান, বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার গণিত বিভাগের শিক্ষক রক্তিম চন্দ্র শর্মা উপজেলার হাওলাদার মার্কেটে কম্পিউটার ট্রেনিং সেন্টারে শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দেন। বুধবার সকালে এক মুসলিম জনৈক ছাত্রী একা তার কম্পিউটার সেন্টারে যান। দীর্ঘ সময় পর ওই ছাত্রীসহ সে রিক্সা যোগে বাজারে গিয়ে ফুল ও বিরানি আনেন। ওই সময় স্থানীয়রা ওই কম্পিটার সেন্টারে গিয়ে এ শিক্ষক ও ছাত্রীকে আপত্তিকর অবস্থা দেখতে পাওয়ার অভিযোগে তাদেরকে আটক করেন।
তাদেরকে ওই কম্পিউটার সেন্টারের ভিতর আটক করে বিচারের দাবীতে স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন নেওয়ার চেষ্টা করেন। উত্তেজিত জনতা শিক্ষক রক্তিম শর্মা কে জুতার মালা পড়িয়ে পুলিশ ভ্যানে তুলতে বাধ্য করেন। পরে তাকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময়ও উত্তেজিত জনতা মারধর করার চেষ্টা করেন।
স্থানীয়রা আরও জানান, এ শিক্ষক এর আগেও এরকম একাধিক অনৈতিক কর্মকান্ড করে পার পেয়ে যান। তাই তারা এ শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি (ভারপ্রাপ্ত) মো: সিদ্দিকুর রহমান জানান, শুনেছি জনতা এ শিক্ষক কে আটক করে জুতার মালা পড়িয়েছে। তিনি এখন পুলিশের হেফাজতে রয়েছে। তবে তার বিরুদ্ধে এখনও কোন মামলা হয়নি।
Leave a Reply