May 14, 2025, 3:15 pm
নলছিটি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ অলিউল ইসলাম (৩২) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
হামলার পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। ভুক্তভোগী অলিউল ইসলাম জানান, আমি নলছিটির উপজেলার হাড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
আমার উপরে গত রোববার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার রানাপাশা ইউনিয়নের তেতুলবাড়িয়া বাজার এলাকায় বসে হামলা চালায় অভিযুক্তরা। তেতুলবাড়িয়া বাজারে আমাদের একটি দোকান ঘর আছে। অভিযুক্ত মোঃ হাবিব সিকদার ও মোঃ হেলাল সিকদার দোকান ঘরটি ভাড়া নেওয়ার প্রস্তাব দেয় কিন্তু দোকান ভাড়া দিতে অসম্মতি জানালে বাকবিতন্ডায় লিপ্ত হয়।
এতে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। আমার ডাক চিৎকার শুনে লোকজন আসলে তারা পালিয়ে যায়। হাবিব সিকদার জানান, দোকান ভাড়া নিয়ে তার সাথে আমাদের তোর কবিতর্ক হয়েছে। হামলার কোন ঘটনা ঘটেনি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুস ছালাম জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয় হবে।
Leave a Reply