July 4, 2025, 7:19 pm
আহ্বায়ক শেলী ॥ সদস্য সচিব আমিনা
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অধ্যাপিকা ফয়জুন নাহার শেলীকে আহবায়ক ও অধ্যাপিকা আমিনা ইসলামকে সদস্য সচিব ও রুকসানা আইবিকে কোষাধ্যক্ষ করে ৩৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয় অধ্যাপিকা কোহিনুর আলম, অধ্যাপিকা নিয়াজ ফাতেমা, শামীমা মাসুদ মুন্নি, প্রফেসর ডক্টর তাহসিনা আক্তার লিপি, অধ্যক্ষ নার্গিস জাহান, রাজিয়া আজিজ পুন্নি, নাজলি গফফার, যুগ্ম সদস্য সচিব করা হয় জান্নাতুন নেছা নয়ন, রেখা নাহার, অধ্যাপিকা ফারহানা তিথি, টেকা আনসারী, জাকিয়া রুমি, যুগ্ম কোষাধক্ষ করা হয় মোহসিনা শহীদ নীলা, ফারজানা এনাম, অধ্যাপিকা নাদিরা আফরোজ, উম্মে হাবিবা উর্মিকে। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফারজানা ইয়াসমিন মিতা, সানজিদা শাহ নেওয়াজ, সালমা বেগম, শিরীন সুলতানা তনু, কৃষ্ণা দে, অ্যাডভোকেট সোনিয়া আল আকসা, তানজিলা জেরিন অমি, রিঙ্কু সাহা, জিনিয়া রহমান, সাবিরা সুলতানা, ইসরাত জাহান লুনা, ডাঃ জাহানারা লাইজু, মোরশেদুন নাহার লিনু, ডাঃ ইসরাক ইউনুস ইমা, রেজোওয়ানা খুশবু, ডাঃ বেনজির তাসনিম, অধ্যাপিকা সাবিহা লিয়া, অধ্যাপিকা ইফফাত জাহান শাওন ও শাহরিয়ার হ্যাপি।
এছাড়াও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা উম্মে বিলকিসকে প্রধান উপদেষ্টা করে ১১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply