December 4, 2024, 8:39 am
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল মহানগরের ৩০টি ওয়ার্ডে ঈদুল আজহার পশু জবাই করার জন্য ১৪২টি স্পট নির্ধারণ করে দিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।
নির্ধারিত ওই ১৪২টি স্পটে নগরবাসীকে পশু কোরবানি করতে হবে। বিসিসির প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা. রবিউল হোসেন জানান, ৩০টি ওয়ার্ডের ১৪২টি স্পটের বর্জ্য অপসারণের জন্য ৯০০ পরিচ্ছন্নতাকর্মী ঈদের দিন বেলা ২টা থেকে বর্জ্য অপসারণ কাজ শুরু করবেন।
রাত ৮টার মধ্যে, অর্থাৎ ৬ ঘণ্টায় নগরীর সব স্পটের বর্জ্য অপসারণের জন্য তাঁদের টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। তিনি বলেন, আশা করি ৯০০ পরিচ্ছন্নতাকর্মী ৬ ঘণ্টার মধ্যে নগরীর সব বর্জ্য অপসারণ করতে সক্ষম হবেন। এ জন্য পর্যাপ্ত পানির গাড়ি ও জীবাণুনাশক পাউডার সংশ্নিষ্ট পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে সরবরাহ করা হবে।
Leave a Reply