July 27, 2025, 4:21 pm
উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরে মাদকসেবী ছেলে শাহরিয়ার শিমুল’র প্রকাশ্য ছুরিকাঘাতে পিতা নিহত হয়েছেন। রোববার (২৭ জুলাই) দুপুর ২ টায় উপজেলার বড়াকোঠা ইউনিয়নের পশ্চিম খাটিয়ালপাড়া সিকদার বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যাক্তির নাম মোঃ শাহ আলম খান (৬৫)। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, শিমুল দীর্ঘদিন যাবৎ নেশাগ্রস্থ ছিলেন। সকালে বাবার কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে শিমুল তার বাবাকে একা পেয়ে গলায় ছুরিকাঘাত করে। এসময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিমুলকে আটক করে পুলিশে খবর দেয়।
স্থাণীয়রা জানিয়েছে, শিমুল নিহতের প্রথম পক্ষের সন্তান। বিভিন্ন বিষয়ে প্রায়শই তার বাবার সাথে ঝগড়া হতো।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, ‘লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। স্থাণীয়দের খুনিকে আটকে পুলিশে খবর দেয়’।
Leave a Reply