October 4, 2025, 6:09 am

বরিশালে শ্রমিকদল নেতাসহ তিন জনের ওপর হামলার অভিযোগ

বরিশালে শ্রমিকদল নেতাসহ তিন জনের ওপর হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খয়েরদিয়া গ্রামে বিএনপির সদস্য পদ নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত ৩জন আহত হয়েছে। যাদের মধ্যে ইউনিয়ন শ্রমিকদের সহসভাপতি আবুল কালাম খানকে গুরুতর আহতবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনার প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন বিএনপি নেতা আবুল কালাম খান। এসময় আগে থেকে ওৎ পেতে থাকে একই এলাকার মৃত আব্দুল লতিফ হাওলাদারের পুত্র বাদশা হাওলাদার (বাদশা মেম্বার) ও কামাল হাওলাদার, মৃত ছত্তার খানের পুত্র শহীদ খান, মাসুম হাওলাদার পুত্র সোহাগ হাওলাদার, বাদশা হাওলাদারের পুত্র জুবায়ের হাওলাদার, নুরে আলম হাওলাদারের পুত্র হেলাল হাওলাদার, স্থানীয় রুনু বেগম, বাদশা হাওলাদারের মেয়ে তৃষা আক্তার ও দীনা বেগম ভুক্তভোগীর ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তাকে উদ্ধার করতে স্থানীয় যুবদল সদস্য রুবেল গাজী ও মিলন খান এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়।
এ বিষয়ে জাগুয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম নয়ন জানান, ‘গত ২৬ সেপ্টেম্বর জাগুয়া ইউনিয়নের ১৬৮ নং খয়ের দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিএনপির সদস্য সংগ্রহ ও নতুন ফরম বিতরণ অনুষ্ঠান করা হয়। পূর্ব থেকেই নব্য বিএনপির কয়েকজন ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী গ্রুপ এই অনুষ্ঠানটি বানচাল করার চেষ্টা চালায়। পরবর্তীতে অনুষ্ঠান বন্ধ করতে ব্যার্থ হয়ে আবুল কালাম এর ওপর ন্যাক্কারজনক হামলা চালায়। এ ঘটনা আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম নয়ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com