October 23, 2025, 5:54 pm
স্টাফ রিপোর্টার ॥ টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন প্রদান উপলক্ষে জনমনে সচেতনতা তৈরির লক্ষ্যে বরিশাল জেলা তথ্য অফিস এর উদ্যোগে দিনব্যাপী প্রচারণা চালানো হয়েছে। বরিশাল জেলা তথ্য অফিসের নিয়মিত প্রচারের অংশ হিসেবে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে আজ বৃহস্পতিবার দিনব্যাপী প্রচারণা চালানো হয়।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সড়ক প্রচারের পাশাপাশি ক্ষুদ্রকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠানে ক্ষুদ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা গণমাধ্যমকর্মী কৃষক শ্রমিক ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
চলচ্চিত্রের মাধ্যমে জানানো হয়, টাইফয়েড টিকা হালাল। মালয়েশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ বিশ্বের অনেক মুসলিম দেশ এই টিকা গ্রহণ করেছে। এই টিকা টাইফয়েড জ্বর প্রতিরোধে অত্যন্ত কার্যকর। তাই টিকা নিয়ে কোন প্রকার গুজব নয়। টাইফয়েড টিকা অত্যন্ত নিরাপদ ও কার্যকর। এই টিকা গর্ভকালীন জটিলতা, প্রজনন ক্ষমতা হ্রাস কিংবা সন্তান ধারণে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করে না বরং এটি টাইফয়েড জ্বর হতে সুরক্ষিত রাখে। টিকা গ্রহণে দুশ্চিন্তার কোন কারণ নেই বলে জানানো হয়।
Leave a Reply