November 21, 2024, 4:36 pm
স্টাফ রিপোর্ট ॥ ঝালকাঠির রাজাপুরে এসির বিষাক্ত গ্যাসে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলেসহ আরও তিনজন আহত হয়েছে। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের চান্দের বাড়ি এলকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. ফোরকান হাওলাদার (৫৫) ও তার স্ত্রী মাহিনুর বেগম (৪৫)। আহতরা হলো ফোরকানের ছেলে মাঈনুল, ভাইয়ের বউ মাহফুজা আক্তার, ও ভাইজি সারা মনি আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতুরিয়ার আমতলা বাজারের ব্যবসায়ী ফোরকান হাওলাদার জেনারেটর চালিয়ে বাড়ির একটি কক্ষে এসি ছেড়ে স্ত্রী মাহিনুর বেগম, ছেলে মাইনুল ইসলাম, ছোট ভাইয়ের স্ত্রী মাহফুজা বেগম ও ভাইয়ের মেয়ে সারামনিকে নিয়ে ঘুমিয়ে পড়েন। তবে সকালে এসিতে বিকট শব্দ হয়। এরপরই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে ওই কক্ষে। সেখানে ঘুমিয়ে থাকা পাঁচজনই অসুস্থ হয়। সকালে তাদের কোন সারা শব্দ না পেয়ে বড়ভাই সেলিম হাওলাদার বেলা ১১টার দিকে গেটের তালা ভেঙে ভেতরে গিয়ে লোকজন নিয়ে তাদের উদ্ধার করেন। এর মধ্যে ব্যবসায়ী ফোরকান হাওলাদার ও তাঁর স্ত্রী মাহিনুর বেগমকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতরা অজ্ঞান ছিল, তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী বলেন, জেনারেটর দিয়ে এসি চালানোর কারণেই মৃত্যু হয়েছে কীনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘনটাস্থলে এসে আমরা দুই জনের মরদেহ দেখতে পাই। এবং আহত তিন জনকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করেছেন। আমরা প্রাথমিক ভাবে ধারণা করতেছি যে এসি বা অন্য কোনো গ্যাসের বিষত্রিুয়া কারনে এ ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।
Leave a Reply