February 25, 2025, 6:59 pm
বিপ্লবী ডেস্ক ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমীনুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাবুগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলালের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়িত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মিজানুর রহমান। শিশু বিষয়ক কর্মকর্তা ইসমাইল হোসেন এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহিনুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, বাবুগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. অলিউল ইসলাম, বীর প্রতীক রত্তন আলী শরিফ, বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল আহসান খান হিমু, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম সিকদার, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মো. আরিফ উদ্দিন আহমেদ মুন্না, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ করিম লাভলু প্রমূখ। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবার সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মো. আরিফুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মোসাঃ আসমা আক্তার লুনা, বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আকবর কবির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম বাবুগঞ্জ উপজেলা থেকে কলাপাড়া উপজেলায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বাবুগঞ্জ থেকে খুলনা ডিভিশনে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে বদলি হয়েছেন।
Leave a Reply