November 28, 2024, 8:23 am
বিপ্লবী ডেস্ক ॥ সড়ক ও জনপথ বিভাগের এক কর্মচারির উড়োজাহাজের মালিকানা রয়েছে, এমন তথ্য অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। সেই কর্মচারির নাম মো. জাকির হোসেন। তিনি পিরোজপুরের সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় হিসাব রক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। বিষয়টি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য ২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা হচ্ছেন, দুদকের পিরোজপুর জেলা কার্যলয়ের উপ-সহকারি পরিচালক মো. কামরুজ্জামান ও মো. শরিফ শেখ। দুদক সূত্রে জানা গেছে, সওজের বিভাগীয় হিসাবরক্ষক জাকির হোসেন বিরুদ্ধে খুলনাসহ বিভিন্নস্থানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তার পরিবার বা আত্নীয়ের মালিকানায় উড়োজাহাজ রয়েছে। প্রাথমিক ভাবে এমন তথ্য পাওয়া গেছে। নিশ্চিত হওয়ার জন্য এসব বিষয় তদন্ত করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচককে চিঠি দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা কামরুজ্জামান। বেবিচককে গত ২৩ জানুয়ারি দেয়া চিঠিতে বলা হয়েছে, জাকির হোসেন, তার স্ত্রী রত্না সুলতানা, মেয়ে শারমীন সুলতানা, ছেলে মোহাম্মাদ শাহরিয়ার হোসেন এবং বোন মোছা. লাইজু আফরীনের একক বা যৌথ নামে বেবিচক থেকে কোনো ধরনের আকাশযান রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা, হয়ে থাকলে তা জানা একান্ত প্রয়োজন। বিষয়টি অতি জরুরি উল্লেখ করে আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে তথ্য প্রদানের জন্য বেবিচককে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply