December 4, 2024, 11:25 pm
স্টাফ রিপোর্টার ॥ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার প্রধান আসামী মোশারেফ চৌকিদার (৪০) কে গ্রেপ্তার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোশারেফ ভান্ডারিয়া উপজেলার ৭নম্বর গৌরীপুর ইউনিয়নের আব্দুল লতিফ চৌকিদারের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং বিশেষ কৌশল অবলম্বন করে বরিশাল কোতয়ালি থানা পুলিশের সহয়তায় বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর আলতাফ হত্যা প্রধান আসামী মোশারেফ চৌকিদারকে গ্রেপ্তার করা হয়। এর আগে ৮ জুলাই এ মামলার অপর আসামী ভাড়াটিয়া খুনি সোহেল হাওলাদারকে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এবং ৯ জুলাই জাহিদুল ইসলাম লোকমান কে চট্টগ্রাম বন্দর থানা থেকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত; ২০২০ সনের ২২ সেপ্টেম্বর আলতাফ (৩০) কে নৃসংশভাবে হত্যা করে মস্তক বিচ্ছিন্ন করে তার লাশ খালে ফেলে দেয়া হয়। পরে পুলিশ উপজেলার পৈকখালী ভারানির খাল থেকে মস্তকবিহীন অবস্থায় আলতাফ এর লাশ উদ্ধার করে। এবং এ ঘটনার ২ মাস পরে তার মস্তক উদ্ধার করে পুলিশ। হত্যার শিকার আলতাফ গৌরীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন নল বুনিয়া গ্রামের খালেক হাওলাদারের ছেলে।
Leave a Reply