December 3, 2024, 4:14 am
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর কাশিপুর এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০ টায় কাশিপুরের ছয় মাইল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। আটকৃত হল- ঝালকাঠি জেলার কেস্তাকাঠী ৬ নম্বর ওয়ার্ডের মৃত চান মিয়ার ছেলে শাওন খান (২৮)। পুলিশ জানায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল নগরীর কাশিপুরের ছয় মাইল বাজারে অভিযান চালায়। এসময় ৪০০ পিস ইয়াবাসহ শাওন খানকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ।
Leave a Reply