July 23, 2025, 12:04 pm
গলাচিপা প্রতিনিধি ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১৩১নং পূর্ব হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় জনসাধারণ।
এতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, কোমলমতি শিক্ষার্থীরা, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি আব্দুস সালাম ও এলাকাবাসীর পক্ষে আরিফ বিল্লাহ। বক্তারা বলেন, বিদ্যালয়ের পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সরকার ২০২৩ সালে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) বাস্তবায়নে প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মো. গিয়াস উদ্দিন। তারা অভিযোগ করেন, কাজ শুরুর পর থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়।
স্থানীয়দের বাধা উপেক্ষা করে ক্ষমতার প্রভাব খাটিয়ে নির্মাণকাজ চালিয়ে যায় সংশ্লিষ্টরা। ইতোমধ্যে ভবনের দুইটি ছাঁদ ঢালাই দেওয়া হয়েছে, যেগুলো দিয়ে বৃষ্টি হলেই পানি পড়ে। দেয়ালে হাত দিলেই ইট খুলে পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই ভবন শিশু শিক্ষার্থীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। তাই তারা নির্মাণাধীন ভবনটি ভেঙে নতুনভাবে মানসম্মত ভবন নির্মাণের দাবি জানান।
অন্যদিকে, এলজিইডি গলাচিপা উপজেলার প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, সিডিউল অনুযায়ী ভবনের নির্মাণকাজ চলছে। কোনো ধরনের দুর্নীতি হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply