November 21, 2024, 3:50 pm
বিপ্লবী ডেস্ক ॥ বরগুনার আমতলীতে পুকুরে কীট নিধনের ওষুধ দিয়ে মাছ মারার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গত সোমবার রাতে উপজেলার কেওয়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ওই পুকুর মালিকের নাম মো. ফারুক হাওলাদার। তিনি উপজেলার কেওয়াবুনিয়া গ্রামের বাসিন্দা। তাঁর দাবি, এ ঘটনায় তাঁর তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, ফারুক হাওলাদার তাঁর পুকুরে দীর্ঘদিন ধরে গলদা চিংড়িসহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ চাষ করছেন। ওই পুকুরে গত সোমবার রাতে দুর্বৃত্তরা কীট নিধনের ওষুধ দেয় এবং পরে তারা মাছ ধরে নিয়ে যায়। মঙ্গলবার সকালে পুকুরে মাছ মরে ভেসে দেখে তার সন্দেহ হয়। পরে তিনি উপজেলা মৎস্য বিভাগে খবর দেন। খবর পেয়ে দুপুরে আমতলী উপজেলা মৎস্য বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মো. ফারুক হাওলাদার বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে পুকুরে কীট নিধনের ওষুধ দিয়ে মাছ ধরে নিয়ে গেছে। এতে তাঁর ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন। আমতলী উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আরিফুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে কীট নিধনের ওষুধ দিয়ে পুকুরের মাছ মারা হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পাননি তিনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply