January 12, 2025, 8:50 pm
বিপ্লবী ডেস্ক ॥ বরিশালের উজিরপুর উপজেলার ধামুরায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৮ম শ্রেণির ছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছে যুবক বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
আহত সূত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের মধ্য ধামুরা গ্রামের শহিদুল ইসলাম সোনা মিয়ার ছেলে ইমন মিয়া (২২), একই এলাকার সোহেল কাজির মেয়ে ৮ম শ্রেণির ছাত্রীকে ৩ বছর ধরে উত্তক্ত করতো।
কয়েকদিন ধরে বিভিন্ন সময় স্কুলে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব ও কূপ্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ইমন গত ২ জুলাই শনিবার বিকেল ৪টায় ধামুরা স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে।
এসময় ডাকচিৎকার করলে স্থানীয়রা ও পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে ছাত্রীর স্ব-পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে সটকে পরে বখাটে ইমন। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রে জানা যায়, ছাত্রীর পরিবার মধ্য ধামুরা নানা লাল খানের বাড়ির এলাকায় বসবাস করছেন। এ ঘটনায় আহত ছাত্রীর মাতা মোর্শেদা আক্তার মুকুল বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় অভিযুক্ত ইমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এদিকে হামলাকারী ইমন পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মমিন উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply