April 5, 2025, 12:34 am
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীতে আইনশৃখলা রক্ষাবাহিনীর পৃথক অভিযানে ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করনা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশ ও কোতয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুন বৃহস্পতিবার রাত ১.৪০ মিনিটে নগর গোয়েন্দা পুলিশের এসআই রাফসান জানীর নেতৃত্বে একটি চৌকস টিম এয়ারপোর্ট থানাধীন বিসিসি ৩০নং ওয়ার্ডস্থ কাশিপুর চৌমাথা বাজার গোলচত্তর এর দক্ষিণ পাশে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে কাশিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মধ্য মগরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মো: নাহিদ খান ওরফে মাছুম (৩০) কে ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। পরবর্তীতে উদ্ধরকৃত ফেন্সিডিল বিক্রয়ের সাথে জড়িত নগরীর কাউনিয়া জানকিসিংহ রোডের বাসিন্দা মৃতঃ আঃ হাকিম সরদারের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৫৪) কে আটক করে।
অপরদিকে কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই ফিরোজ আলম ও তার চৌকস অভিযানিক টিম নগরীর রসুলপুরর এলাকার ৬০ ভিটিতে অভিযান চালিয়ে ভোলা জেলার চরফ্যাশনের আঃ গনি চৌকিদারের ছেলে মো: রিয়াজ চৌকিদার (২৮) কে ৭ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে জানাযায়।
Leave a Reply