December 4, 2024, 8:41 am

বরিশালে নিহত বাবুল মোল্লার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত

বরিশালে নিহত বাবুল মোল্লার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত

বিসিসি’র সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা গিয়াস উদ্দিন বাবুল মোল্লার রুহের মাগফিরাত কামনায় সোমবার নগর বিএনপির উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। ছবি: বিপ্লবী বাংলাদেশ।

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও বিসিসি সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বাবুল মোল্লার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করার দাবীতে এবং তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জুলাই আছরবাদ সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামানে মহানগর বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপি সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, উত্তর জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ,মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক সাবেক বিসিসি প্যানেল মেয়র আলহাজ্ব কে.এম শহিদুল্লাহ,যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ,মহানগর শ্রমিক দলের আহবায়ক ফয়েজ আহমেদ খান।

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য ও মহানগর বিএনপি আইন বিষয়ক সম্পাদক এ্যাড, আবুল কালাম আজাদ,আ.ন.ম সাইফুল আহসান আজিম, এ্যাড, হুমাউন কবীর মাসুদ, এ্যাড, ইমন চাকলাদার, সাইফুল আহসান বিপু,এ্যাড সরোয়ার হোসেন, বদিউজ্জামান টোলন,আরিফুর রহমান বাবু,জাহিদুর রহমান রিপন, সেলিনা বেগম মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড,এইচ এম তছলিম উদ্দিন, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সম্পাদক এ্যাড, মাযহারুল ইসলাম জাহান, জাতীয়তবাদি মৎস্য দলের সাগর উদ্দিন মন্টি সহ নগরীর বিভিন্ন ওয়ার্ড  দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন গিয়াস উদ্দিন বাবুল মোল্লার হত্যার তদন্তের কাজে প্রশাসনের কোন ধরনের গাফলতির আশ্রয় নিলে মহানগর বিএনপি বরিশালে ডাকা কঠোর আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

এছাড়া তিনি দলীয় নেতা কর্মীদের কঠোর নির্দেশ দিয়ে বলেন বাবুল মোল্লার হত্যাকারী তথাকথিত ইয়াবা সহ ডায়েগণস্টিকের আড়ালে দেহ ব্যবসায়ী রফিক সহ সকল আসামীদের খুজে বেড় করে পুলিশ বাহিনীর হাতে তুলে দেওয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com