July 27, 2025, 3:24 pm
বাউফল প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন চালিত নৌকা ডুবে নিখোঁজ জেলে ইমরানের (২২) এর মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে এলাকাবাসী।
রোববার (২৭ জুলাই) সকালে তেঁতুলিয়া নদীর কালাইয়া এলাকার একটি চর থেকে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে। নিহত ইমরান চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায় সাহেব গ্রামের মনির শরীফের ছেলে। সে পেশায় একজন জেলে ছিল।
জানাগেছে,গত শুক্রবার (২৫ জুলাই) বিকালে ইমরান তার ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মাছ সংরক্ষনের জন্য বরফ আনতে কালাইয়া বন্দরে রওয়ানা হয়ে যায়।মাঝনদীতে ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে নিখোঁজ হয় সে।
স্থানীয় মো. হাবীব শরীফ বলেন, আমরা দুইজন একই সঙ্গে দুইটা নৌকা নিয়ে বের হই। ইমরান বরফ কেনার জন্য কালাইয়া বন্দর ঘাটের দিকে যায়। বিকেল চারটার দিকে স্থানীয় জেলেরা নৌকাটি উল্টে নদীতে ভাসতে দেখে আমাকে জানায়। এসময় সেখানে গিয়ে ইমরানকে খূঁজে পাওয়া যায়নি,শুধু নৌকাটি উল্টো হয়ে ভাসছিলো।
এ বিষয়ে কালাইয়া বন্দর নৌ পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) মো. সিদ্দিকুর রহমান বলেন, রবিবার সকালে কালাইয়ার চরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সেটি নিখোঁজ ইমরানের মরদেহ বলে শনাক্ত করে। পরে তার মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply