November 21, 2024, 9:52 am
মোহাম্মদ ছায়েদ, চরফ্যাশন ॥ মা-বাবার স্মরণে প্রতিবছরের ন্যায় এবছরও চরফ্যাশনের কৃতি সন্তান ঢাকার বিশিষ্ট্য ব্যবসায়ী কবির হোসেন মিয়া ও তার বড় ভাই আবুল বাশার মিয়ার এর উদ্যোগে চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের অসহায় দুস্থদের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়েছে। পূবে থেকে দুস্থ অসহায়দের নামের তালিকা করে গতকাল বুধবার(১৯এপ্রিল) সকাল ১০টায় নিজ বাড়িতে এই শাড়ী-লুঙ্গি বিতরণ করেন কবির হোসেন মিয়া। অসহায় দুস্থ নারী হালিমা খাতুন বলেন, কবির ভাই প্রতিবছরই ঈদ আসলে আমাদেরকে শাড়ীসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়। আমরা এইগুলো পেয়ে খুবই খুশি। শাড়ী পড়ে নামাজে তার জন্য দোয়া করুম। আল্লাহ যেন তাকে আরো বেশি বেশি দেয়ার তফিক দান করেন। স্থানীরা জানান, দানবীর কবির ভাই’র পিতা মরহুম আঃ কুদ্দুছ মাষ্টার এক সময় বৃহৎ হাজারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দানবীর ঢাকার বিশিষ্ঠ্য ব্যবসায়ী মোঃ কবির হোসেন মিয়া বলেন,আমি সব সময় দুস্থ অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এই সুবাধে প্রায় ২৭ শ’ দুস্থ অসহায় নারী-পুরুষের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাড়ী-লুঙ্গি দিয়েছি। এগুলো দেয়ার পরেও যদি মানুষ আমার কাছে চাও আমি কাউকে খালিহাতে ফিরাবো না।তবে আমার একটাই চাওয়া আমার মা-বাবার জন্য দোয়া কামনা করছি। ওই সময় উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান আজাদ, এওয়াজপুর ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি রিপন নাঢা, গিয়াস উদ্দিন সিকদার, রিপন হাওলাদারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
Leave a Reply