December 3, 2024, 5:51 pm

দুমকিতে কর্মস্থলে না এসে ক্লাস নেন প্রাইভেট নার্সিং কলেজে

দুমকিতে কর্মস্থলে না এসে ক্লাস নেন প্রাইভেট নার্সিং কলেজে

????????????????????????

বিপ্লবী ডেস্ক ॥ পটুয়াখালীর দুমকিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সের বিরুদ্ধে
কর্মস্থলে অনুপস্থিত থেকে একটি বেসরকারি নার্সিং কলেজে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে। মাসের
১৪ দিন কর্মস্থলে অনুপস্থিত থেকে ১৫তম দিনে এসে স্বাক্ষর দিয়ে পুরো মাসের বেতনভাতা নিচ্ছেন দুমকি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স এসএম আজিজুল হক। অভিযোগ রয়েছে, স্বাস্থ্য
কমপ্লেক্সটির দায়িত্বরত কর্মকর্তা (টিএইচও) ডা. মীর শহীদুল হাসান শাহীনের একান্ত আনুগত্যের প্রভাবে
কর্মস্থলে ফাঁকি দিয়ে অপর একটি প্রাইভেট প্রতিষ্ঠানে যুক্ত থেকে আর্থিক সুবিধা ভোগ করছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মীর শহীদুল হাসান শাহীন অবশ্য বলছেন,
ম্যানেজ নয়, বরং তাকে একাধিকবার বোঝানো হলেও তিনি কারও কথা শুনছেন না। মঙ্গলবার সকালে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন পরিদর্শনকালে অভিযোগের সত্যতা মিলেছে। দেখা যায়, উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স এসএম আজিজুল হক তার কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সংবাদকর্মীদের
টের পেয়ে তার হাজিরা সিটে তাত্ধসঢ়;ক্ষণিক ছুটি দেখানো হয়েছে, তবে অফিসিয়ালি ছুটির কোনো
ডকুমেন্টস দেখাতে পারেনি কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে জানা গেল, ওই সময়ে তিনি পটুয়াখালীর গাজী
মুনিবুর রহমান নার্সিং কলেজে পরীক্ষার ডিউটি দিচ্ছেন। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের চলতি
মাসের উপস্থিত হাজিরা সিটে দেখা যায়, তার ২৮ দিনের মধ্যে ২৫ দিনের উপস্থিতি স্বাক্ষর দেওয়া আছে।
কিন্ত বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট পদ্ধতির হাজিরা সিটে ১৪ দিন অনুপস্থিতি দেখা যায়। নাম প্রকাশ
না করার শর্তে কয়েকজন সহকর্মী জানান, (আজিজুল হক) বড় স্যার পক্ষে থাকায় প্রায়শই একাধারে ৫-৭ দিন
উপস্থিত না থেকে একদিন এসেই সব স্বাক্ষর করে নেন। বেতনও নেন ফুল মাসের। এ বিষয়ে অভিযুক্ত এসএম
আজিজুল হক অনুপস্থিতির বিষয়টি অস্বীকার করে বলেন, বায়োম্যাট্রিক ফিঙ্গার প্রিন্টে সমস্যা থাকার
কারণে সঠিক উপস্থিতি আসেনি এবং কাজের ব্যস্ততায় অনেক সময় হাজিরা সিটে স্বাক্ষর করতে ভুলে যাই।
তাই ৪-৫ দিনের স্বাক্ষর একবারে দিয়ে নেই। প্রাইভেট কলেজে পাঠদান প্রশ্নে বলেন, আমি ছুটি নিয়ে
যে কোনো জায়গায় যেতে পারিÍ এটি কোনো বিষয় না। গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের
পরিচালক মো. জাকির হোসেন জানান, তিনি প্রতিদিন আসেন না। মাঝে মধ্যে এসে ক্লাস নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন অফিস ম্যানেজের বিষয়টি
সরাসরি অস্বীকার করে বলেন, তাকে (সিনিয়র স্টাফ নার্স) একাধিকবার তাগিদ দেওয়া সত্ত্বেও তিনি
মানছেন না। এর পরও অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী
অফিসার মো. আল ইমরান বলেন, কয়েক দিন পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে অনেক গরমিল
পরিলক্ষিত হয়েছে। অভিযোগের তদন্ত চলছে। প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com