December 3, 2024, 5:22 pm
বিশেষ প্রতিবেদক ॥ রণাঙ্গনের পত্রিকা দৈনিক বিপ্লবী বাংলাদেশ’র প্রকাশক-সম্পাদক, একাত্তরের কলম সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদের ৮০ তম জন্মদিন আজ। ১৯৪৪ সালের ১৩ এপ্রিল বরিশাল নগরীর বগুড়া রোডস্থ পেশকার বাড়িতে জন্মগ্রহন করেন তিনি। তার পিতা হেমায়েত উদ্দিন আহমেদ ছিলেন একজন সরকারী কর্মকর্তা। চার ভাইয়ের মধ্যে নূরুল আলম ফরিদ সর্ব কনিষ্ঠ। সিভিল পলিটেকনিক ইঞ্জিনিয়ার হয়েও ইঞ্জিনিয়ারিং পেশায় নিজেকে যুক্ত না হয়ে দেশকে মুক্ত করতে যোগ দেন মহান মুক্তিযুদ্ধে। স্বাধীনতা যুদ্ধে এক হাতে কলম অন্য হাতে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন শত্রু মোকাবেলায়। মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগাতে একাত্তরে বেয়নেটের ধার আর বারুদের গন্ধ গায়ে মেখে বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদের সম্পাদনায় মুক্তঞ্চলে জন্ম হয় ‘বিপ্লবী বাংলাদেশ’ পত্রিকার। তিনি পূর্ব পাকিস্তান পলিটেকনিক সংগ্রাম পরিষদ এর আহবায়ক ছিলেন, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক পদে পালন করেছেন দায়িত্ব। এছাড়া তিনি বাংলা শিল্পকলা একাডেমী বরিশালের সাধারন সম্পাদক, বরিশাল প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক পদেও একাধিকবার নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি পাবলিক লাইব্রেরী বরিশাল ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য। তার সম্পাদনায় প্রকাশিত রণাঙ্গনের পত্রিকা ‘বিপ্লবী বাংলাদেশ’ সেই দিনের পশ্চিমা অনুশাসনকে ভয় পায়নি। পত্রিকাটি শুরুর দিকে সাপ্তাহিকভাবে প্রকাশিত হলেও ১৯৯১ সালে থেকে দৈনিক সংখ্যায় আজও বরিশাল থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।
Leave a Reply