December 3, 2024, 5:51 pm
লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যুকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জেলেরা। সোমবার (২২ আগস্ট) রাতে উপজেলার বাত্তির খাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- রাকিব (১৯), মানিক (২৫), রাকির (২৩), দুলু মিয়া (৩৮), শাকিল (১৯) ও সোহাগ (৫৩)। তাদের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ, হিজলা ও কাজিরহাট এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ১০টার দিকে লালমোহন উপজেলার ধলীগৈরনগর ইউনিয়নের বাত্তির খাল এলাকায় মেঘনা নদীতে একটি ট্রলারসহ কয়েকজন অবস্থান করছিলো। ট্রলারটিতে লোকজনের গতিবিধি সন্দেহ হলে স্থানীয় জেলেরা তাদের আটক করে। এসময় তাদের কাছে দেশীয় অস্ত্র দেখতে পেয়ে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ডাকাত সদস্যদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় ডাকাতদের কাছ থেকে ২টি রাম দা, ৬টি ছুরি, একটি করাতসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) এনায়েত হোসেন জানান, আটকরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply